হাবিবি ও আইনুন 2012 মুভি রিভিউ

Hridoy Hasan
Movie: Habibie & Ainun (2012)
Country: Indonesia
Genre: Biographical Romantic Drama

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং ইঞ্জিনিয়ার Bacharuddin Jusuf Habibie এর ব্যাক্তিগত জীবন এবং প্রেম কাহিনী নিয়ে বানানো এই মুভি।

মুভির ব্যাপারে বলার আগে B.J.Habibie এর ব্যাপারে কিছু কথা না বললেই নয়। ভদ্রলোক জার্মানিতে এরোস্পেস নিয়ে পড়াশোনা করেছেন,পরবর্তীতে বিশ্বখ্যাত বিমান নির্মাণ প্রতিষ্ঠান Airbus এর সাবেক ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন তিনি।

এছাড়া এয়ারবাসের একটা মডেল ডেভেলপে উনার বেশ ভালো অবদান ছিলো,তিনি নিজে একটা theorem ডেভেলপ করেছেন যেটা Habibie Theorem নামে পরিচিত।


ইন্দোনেশিয়া আজ সাউথ কোরিয়ার সাথে যুদ্ধ বিমান বানানোর জয়েন্ট প্রজেক্টে (KF-X)থাকতে পারার অন্যতম একটা কারণ তাদের এরোস্পেস ইন্ডাস্ট্রি।

এই এরোস্পেস ইন্ডাস্ট্রিতে উনার অবদান এবং পরবর্তীতে ইন্দোনেশিয়াতে উনার সমৃদ্ধ রাজনৈতিক ক্যারিয়ার এর ব্যাপারে বিস্তারিত মুভি দেখলেই বুঝতে পারবেন আশা করি।

এবার আসি উনার ব্যাক্তিগত জীবনে। ১৯৬২ সালে শৈশবকাল থেকে পরিচিত এবং স্কুল জীবনের সহপাঠী ডাক্তার হাসরি আইনুনের সাথে উনার বিয়ে হয়।

ইন্দোনেশিয়াতে এই জুটির ভালোবাসা অনেকটা রোমিও এন্ড জুলিয়েট কিংবা লাইলি-মজনুর মতোই জনপ্রিয়। তাছাড়া উনার সাফল্যে উনার ওয়াইফ ডা:আইনুন এর যে কতটা অবদান ছিলো সেটাও মুভিতে দেখিয়েছে।

মুভির শেষের দিকটা খুবই আবেগময় এবং একদম শেষ সিনটা দেখে চোখের পানি ধরে রাখা কষ্টকর হয়ে যাবে যে কারোর জন্যই।

ওভারঅল খুব সুন্দর একটা মুভি।আমাদের দেশে সাধারণত ইন্দোনেশিয়ার হরর মুভিগুলো পপুলার হলেও আমি প্রথম দেখেছি ডিলান, তাই চাচ্ছিলাম এমন আরও কিছু মুভি দেখতে। এই জন্যই এটা দেখা। আরো কিছু মুভি আছে লিস্টে।