স্কুইড গেইম সিজন ১ সিরিজ রিভিউ

 Tv Series - Squid Game (2021)

Genre - Action, Adventure 

Season- 1 -  Episode - 9

IMDb rating- 8/10
Writers : Masud Rana

যাদের প্রচুর টাকা আছে এবং যাদের কোনো টাকা নেই এদের মধ্যে একদিক দিয়ে মিল রয়েছে। এই দুই শ্রেণীর মানুষের জীবনই আনন্দহীন, হতাশায় ভরা। এক শ্রেণী টাকার জন্য কিছুই করতে পারে না, আরেক শ্রেণী এত টাকা কিভাবে খরচ করবে তাই বুঝে উঠতে পারে না।

- স্কুইড গেইম

"Prison break ", "Money hiest " এরপর অনেক দিন পর এমন টানটান উত্তেজনা আর রোমাঞ্চে ভরা একটা সিরিজ দেখলাম। আমরা খুব ছোট বেলায় অনেক রকম খেলাধুলা করে আমাদের সময়গুলো কাটাতাম। যেমন, মার্বেল খেলা, লাটিম খেলা, গোল্লাছুট, কানামাছি, ইচিং বিচিং, মোরগ লড়াই, কুতকুত, দারিয়াবান্দা, ষোলোগুটিসহ আরো কত কী!

বড় হওয়ার পর এই খেলাগুলো কেবলই নস্টালজিক একটা বিষয় আমাদের জন্য। এই বয়সে শৈশবের সেই খেলাগুলো আবার যদি খেলার সুযোগ আমরা পাই অবশ্যই আনন্দবোধ করবো। পুরোনো স্মৃতি মনে নাড়া দিয়ে উঠবে। কিন্তু শৈশবের মতো জেতার জন্য ব্যাগ্রতা, আগ্রহ কোনোটাই আমাদের মধ্যে কাজ করবে না। হার-জিত নিয়ে মাথা না ঘামিয়ে, সিরিয়াস ভাব ভুলে আমরা এইসব খেলাকে ছেলেমানুষি খেলা হিসেবে ধরেই খেলবো।

দারিদ্রতা , ঋনে জর্জরিত হয়ে ৪৫৬ জন প্রাপ্ত বয়স্ক মানুষ মুখোমুখি হয় একটা গেম শোয়ের। এখানে তাদেরকে খেলতে হবে সেই শৈশবের কিছু শিশুদের খেলা। তাদের মধ্যে জেতার তীব্র আগ্রহ জাগিয়ে তুলেছে খেলা শেষে তাদের কাছে অঙ্গীকার করা বড় অংকের প্রাইজ মানি। যা তাদের অর্থনৈতিক সব সমস্যা দূর করে দেবে। কিন্তু একটা জিনিস, এখানে খেলায় পরাজয় মানে ২য় কোনো সুযোগ পাবে না সে। টুর্নামেন্ট জাতীয় খেলায় হারলে যেমন বাদ পড়ে যায় , এখানেও তাই। হারলেবাদ , বাদ মানে পৃথিবী থেকেই বাদ। প্রাইজ মানির লোভ আর জীবনের ঝুঁকি, এই নিয়ে শুরু হয় টানটান উত্তেজনায় ভরা এক উইন অথবা ডাই শো।

অসাধারণ লেগেছে পুরোটাই। স্টোরি টেলিং, পরপর ঘটনা সাজানো এইদিকে দিয়ে কোরিয়ানরা অসাধারণ। খুব সুন্দর ভাবে মানুষের সাইকোলজি , আবেগ ফুটিয়ে তোলা হয়েছে সিরিজটায়। বিশেষ করে কিছু ভালো মনের মানুষ সবখানেই থাকে। ১০ বছর ধরে এটার স্ক্রিপ্ট ডেভেলপ করা হয়েছে বলে মনে হয়নি।  হয়তো ১০ বছর আগে স্ক্রিপ্ট লিখেছিলেন ডিরেক্টর এবং রিসেন্টলি শো শুরু করার আগে সেটাই পুনরায় সময়পযোগী করে সম্পাদনা করেছেন বাস্তবিক ছিল ব্যাপারটা। সমাপ্তি জিনিসটা অনেক বড় একটা বিষয়। এটার সমাপ্তি কিভাবে হবে এটা নিয়ে অনেক আগ্রহ জেগেছিল পুরোটা সিরিজ দেখতে দেখতে। সমাপ্তিতে এসে মনে হলো এই সিরিজ সেরা সিরজ গুলোর একটি। চাইলে দেখে নিতে পারেন বিরক্ত হবেন না একদমই এতটুকু নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছ। তারপরও যদি বিরক্ত হয়েও যান আমাকে বলবেন আমি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিব😉।