The Last Kingdom (TV Series 2015–2022) Netflix
লেখক : Md Rabby
সিজন : ৫ টি
লেখক : Md Rabby
সিজন : ৫ টি
এপিসোড : ৪৮ টি
ভাইকিংস সিরিজ ভাইকিংসদের পারস্পেক্টিভ থেকে বানানো। আর ইংরেজদের পার্স্পেক্টিভ থেকে বানানো The Last Kingdom.
যদিও ইতিহাস আর ফিকশন মিশে আছে তবে এই সিরিজটা ভাইকিংসের চেয়ে অনেক বেশি অথেন্টিক। অন্তত ঐতিহাসিক যেসব ঘটনার বিবরণ পাওয়া গেছে সেগুলো। এরপর এলাবরেট করার জন্যে আসে ফিকশন। সময়টা ধরা যায় আট শতকের শেষের দিক থেকে নয় শতকের দিকের। যদিও নিশ্চিত বলা উচিত না। দীর্ঘ ব্যবধানের বিভিন্ন ঘটনাও অন্য সময়কালে দেখানো হয়েছে। ফিকশনের স্বাধীনতা।
এই সিরিজ প্রথম থেকে শেষ অবধি মারাত্মক থ্রিলিং। ঝামেলা ছিলো প্রথম দুই সিজনে। এখানে গল্পের মূল প্রোটাগনিস্ট উট্রেড কিছু জায়গায় বাজে রকমের ইম্যাচিউর আচরণ করে। যেমন রাজার প্রার্থনালয়ে তলোয়ার হাতে চিৎকার করে কথা বলা, আরেক রাজাকে রাজ্যের বিশৃঙ্খলার সময়ে প্রতারণার জন্যে থাপ্পড় মারা ইত্যাদি। এগুলো বিশ্বাসযোগ্যতার বাইরে চলে গেছে। যাই হোক।
এই সিরিজের সিজন ৩ থেকে ৫ অবধি পুরোটা একদমই নির্ভুল আর থ্রিলিং লেগেছে। ভাইকিংসের মতো কাহিনী বিল্ডাপের জন্যে মাঝখানে মাঝখানে ভুড়ি ভুড়ি এপিসোড ব্যয় করেনি। এ ব্যাপারটা সিরিজকে অনেকটা এগিয়ে রাখবে।
এই সিরিজের সবচেয়ে মারাত্মক বিষয় ছিলো এর কূটনৈতিক আলাপগুলা। রাজা আলফ্রেড, উট্রেড, লেডি এথেলফ্লেড, কিং এডওয়ার্ড এদের সবার রাজনৈতিক আলাপগুলো যে কারোরই তীক্ষ্ম মনোযোগ ধরে রাখবে। তবে উট্রেড প্রায় সব যুদ্ধ সফল হয় এটুকুই তাকে ঐতিহাসিক চরিত্রের চেয়ে পৌরাণিক চরিত্র বানিয়ে দেয়। এখানেই গল্পের দুর্বলতা বলা যায়।
এদিক থেকে ভাইকিংস অনেকটা এগিয়ে। র্যাগনার, বিয়র্ন, আইভার সবাই জয় ও পরাজয়ের স্বাদ উল্লেখযোগ্য পরিমাণে পেয়েছে। কিন্তু উট্রেড পুরাণের বীরদের মতো অনেকটা। এটুকু যদি বাদ দেওয়া যায় তাহলে বলা যায়, The Last Kingdom এমন একটা সিরিজ যেটা সব সিরিজ প্রেমীদের জীবনে একবার হলেও দেখা উচিত। এই কথাগুলো শিশুসুলভ লাগে জানি। কিন্তু আমার এতটা ভালো লেগেছে যে না বলেও পারছিনা। কোয়ালিটির তুলনায় এর জনপ্রিয়তা অনেক কম। আন্ডাররেটেড ভালো কিছু দেখতে চাইলে এটা বেস্ট অপশন।
Social Plugin