➤ পরিচালক - রায়হান রাফি
➤ জনরা - থ্রিলার, ক্রাইম, মিসট্রি, রোমান্স
➤ IMDb rating - ৬.৫/১০
➤ অভিনয়ে - আফরান নিশো, তমা মীর্জা, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকে
➤ প্লাটফর্ম - চরকি, আলফা আই
আচ্ছা একজন পুরুষের মানুষের জীবনের মূল্য কিসে?? উত্তর টা খুবই সহজ।। টাকা।। পুরুষ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্তই টাকা কামানো উচিত কেননা টাকাই সকল সুখের উৎস যে। আপনার টাকা নেই মানে অতি আপন স্ত্রীর চোখেও আপনি খুব অযোগ্য হয়ে যাবেন। টাকা আর ভালোবাসা রেললাইনের দুইটা লেইনের মতো।।
যদি একপাশে সমমানে টাকা না থাকে আপনার অপর পাশের লেইন অর্থাৎ ভালোবাসার লেইনটাও মূল্যহীন হয়ে যাবে যেকোন অর্থেই।। তাই যাই হোক জীবনে আপনাকে সুখি নয় বরং সাথে থাকা মানুষটাকে সুখে রাখার জন্য হলেও প্রচুর টাকা আপনার চাই ই চাই। এই ফিল্ম নিয়ে সামান্য বললেও স্পয়লার হয়ে যাবে তাই বিশেষ কিছু বলব না।।
তবে আফরান নিশো আর তমা মির্জাকে নিয়ে না বললেই নয়।। আফরান নিশোর বড় পর্দায় প্রথম ফিল্ম।। তবে একজন ফ্যান হিসেবে নয় বরং মুভি লাভার হিসেবেও যদি বলি আফরান নিশো ছিলেন টপ নোচ।।আহা এক্সপ্রেশন অভিনয় ডায়লগ ডেলিভারী।। স্ক্রিণে শুধু তার রাজত্য।।সে হাসায় সে মন খারাপ করায় আবার সে নাচায়।
তমা মির্জাকে উপস্থাপন করতে গেলে স্পয়লার হয়ে যাবে।।
তবে তিনি তার জায়গায় ছিলেন দুর্দান্ত।। 💘
রায়হান রাফির আরেকটি দারুণ প্রযোজনা।। এটা আসলে ফিল্ম না বরং আমাদের চারিপাশের প্রায় সময়ে ঘটে চলা নানা কাহিনী ছিলো।। মুভির শেষের সিনটা ছিলো goosebumps🔥।
Social Plugin