Dharma Sankat (2025) Bangla Series S01 || ধর্ম সংকট (২০২৫) বাংলা সিরিজ || Fridaay Original Series

ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Vhik & Sahin Aktar
Stars ➤ Satyam , Roshni Bhattacharya, Shreelekha Mukherjee, Souman Etc.
Genres ➤ Romance, Drama, Comedy
Language ➤ Bangla
Country ➤ India
Platform ➤ Fridaay
সৌভিক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মোটামুটি বেতন পায়, নিজের খরচ মিটিয়ে দিব্যি চলতে পারে। এখনও বিয়ে করেনি, কিন্তু ওর মা প্রতিদিনই বিয়ের কথা বলে কানের মধ্যে পোকা ঢোকানোর চেষ্টা করে। তবে সৌভিকও কম চালাক না—এদিক সেদিক ঘুরিয়ে সে ব্যাপারটা এড়িয়ে যায়। কারণ সে এখনো অবিবাহিত জীবনের মজাই নিচ্ছে, ঘোরাঘুরি, আড্ডা, বন্ধু-বান্ধব নিয়ে বেশ আয়েশে কাটছে ওর দিনগুলো।

সব ঠিকঠাকই চলছিল… হঠাৎ একদিন রাতে সৌভিক একটা নাইট ক্লাবে যায়। সেখানে তার এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। কথা বলতে বলতে হঠাৎ মেয়েটি তাকে টয়লেটের দিকে নিয়ে যায় এবং সেখানে একদম অপ্রত্যাশিতভাবে... শারীরিকভাবে ওকে অ্যাপ্রোচ করে। সৌভিক কিছু বুঝে ওঠার আগেই সব ঘটে যায়।

কিন্তু ঘটনা এখানেই শেষ না। পরদিন অফিসে গিয়েই সৌভিক দেখে, সেই ক্লাবের মেয়েটাই তাদের অফিসে নতুন জয়েন করেছে! মেয়েটির নাম মৌসুমি চৌধুরী। পরবর্তীতে অফিসের এক নতুন প্রোজেক্টে সৌভিক আর মৌসুমিকে একসাথে কাজের দায়িত্ব দেওয়া হয়। একসাথে কাজ করতে করতে একে অপরকে ভালোভাবে জানতে পারে ওরা। একজন আরেকজনকে অনেকভাবে সাপোর্ট দেয়, এবং ধীরে ধীরে তারা প্রেমে জড়িয়ে পড়ে।

প্রেমটা যখন জমে ওঠে, তখন দুজনেই সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। তারা স্বপ্ন দেখে একসাথে সুন্দর একটা সংসার গড়ার। কিন্তু ঠিক তখনই জানা যায়, মৌসুমি মুসলিম—ওর পুরো নাম মৌসুমি চৌধুরী। আর এখানেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বড় বাধা—ধর্ম।

দুই পরিবারের কেউই এই সম্পর্ক মেনে নিতে চায় না। অনেক টানাপোড়েন, অশান্তি, কান্না আর কষ্টের পর সৌভিক আর মৌসুমি সিদ্ধান্ত নেয়—পরিবার যাই বলুক না কেন, তারা নিজেরাই বিয়ে করবে। তারা গোপনে বিয়ে করে ফেলে এবং সংসার শুরু করে।

প্রথমদিকে সবকিছুই বেশ ভালো চলে, ওদের সম্পর্কেও থাকে দারুণ রোমান্স আর বোঝাপড়া। কিন্তু সুখ বেশিদিন টিকে না। হঠাৎ করেই অজানা এক দুঃখ, এক কঠিন পরিস্থিতি নেমে আসে ওদের জীবনে।

❓ কী সেই দুঃখ?
❓ কেনই বা এল এমন অন্ধকার মুহূর্ত?
❓ ভেঙে যাবে কি সৌভিক আর মৌসুমির ভালোবাসার এই সংসার?

সব প্রশ্নের উত্তর পেতে হলে এখনই দেখে ফেলুন চমৎকার এই সিরিজ – "ধর্ম সংকট"।