Jole Jole Tara (2025) Bangla Movie || জলে জ্বলে তারা (২০২৫) বাংলা মুভি || iScreen Original Movie

ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ N/A
Directors ➤ Arun Chowdhury
Stars ➤ Mithila, Fazlur Rahman Babu, Monira Akter Mithu, Mostafizur Imran Etc.
Genres ➤ Tragedy, Drama
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ iScreen
অনেক বছর আগের কথা। ছোট্ট একটা মেয়ে ছিল, নাম তার মরিয়ম। বয়স বড়জোর সাত কি আট। একদিন হঠাৎ তার আচরণে ভীষণ অস্বাভাবিকতা দেখা দেয়। কখনো নিঃশব্দে তাকিয়ে থাকে কারও দিকে, কখনো আবার নিজের সঙ্গে নিজে কথা বলে। পরিবারের সবাই ভয় পেয়ে যায়। কেউ বলে, মেয়েটির উপর নাকি কোনো অশুভ আত্মার ছায়া পড়েছে।

শেষমেশ, মেয়ের বাবা এক পরিচিত বুড়ো সাধুর সন্ধান পান। গ্রামের বাইরে এক পাহাড়ি মন্দিরে থাকেন তিনি। লোকমুখে শোনা যায়, ওই সাধুর জাদুবলে অনেকেই মুক্তি পেয়েছে এমন অশরীরী ছায়া থেকে।

মরিয়মকে কোলে করে নিয়ে যাওয়া হলো সেই সাধুর কাছে। শুরুতে সব ঠিকঠাকই মনে হচ্ছিল। কিন্তু হঠাৎই সেই সাধু তাদের থেকে মেয়েটিকে আলাদা করে দেন, বলেন যে তাকে কিছুদিন তাঁর আশ্রমে রেখে ‘পরিশুদ্ধ’ করতে হবে। মেয়ের সুস্থতার আশায় বাবা বাধা দেননি।

কিন্তু কয়েকদিন পরেই সাধু ও মেয়েটি উধাও! মন্দির ফাঁকা পড়ে থাকে, আর কোনো খোঁজ পাওয়া যায় না তাদের। পুলিশের দরজাও কড়া নাড়েন মায়েরামের বাবা, কিন্তু কোনো লাভ হয়নি। মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে।

কেটে যায় বহু বছর। মেয়ের কথা ভুলে যাননি বাবা, প্রতিদিন অপেক্ষা করেন কোনো এক অলৌকিক ঘটনার, যেখানে হয়তো মেয়েকে আবার দেখতে পাবেন।

একদিন হঠাৎ এক শহরে ভ্রমণে গিয়ে এক সার্কাস দলে চোখ পড়ে তাঁর। ঝাঁপঝুঁপ আর জাদুর খেলা চলছিল মঞ্চে। আর ঠিক তখনই, চোখে পড়ে এক মেয়েকে — আগুনের গোলার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, চোখে একরকম অদ্ভুত শূন্যতা। মেয়েটিকে দেখে তাঁর বুক কেঁপে ওঠে। ও যে তাঁর হারিয়ে যাওয়া মরিয়ম!

চোখে জল নিয়ে ছুটে যান তিনি মেয়েটির কাছে। কিন্তু মরিয়ম তাকে চিনতেই পারে না। কিংবা হয়তো পারে, কিন্তু মুখে কিছু বলে না। সে এক রহস্যময় চাহনি ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে।

এখন প্রশ্ন হলো — বাবা কি সত্যি তাঁর মেয়েকে ফিরে পাবে?
না কি সেই সার্কাসের রঙিন আলোয়, হাসির আড়ালে, চিরকাল হারিয়ে যাবে ছোট্ট মরিয়ম? জানতে হলে দেখে ফেলুন চমৎকার এই মুভিটি।