তাবে কি শেষ হতে চলেছে কিলিয়ান এমবাপ্পের পিএসজি অধ্যায়?
আপাতত সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে। ২৪ বছর বয়সী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে পিএসজির সাথে চুক্তির মেয়াদ আর বাড়াতে চাইছেন না। সেটা না করলেও তাকে আর রেখে দিতে চাইছে না পিএসজি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই, সম্ভব হলে এই গ্রীষ্মকালীন দল-বদলেই তারকা এই ফরোয়ার্ডকে চড়া দামে বিক্রি করে দিতে চায় প্যারিসের ক্লাবটি।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এই ‘বোমা’ ফাটিয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকারও বেশি।অবিশ্বাস্য সব বেতন–বোনাস, সাথে বিরল সব শর্ত দিয়ে এমবাপ্পেকে দলে রাখা পিএসজি হঠাৎ করেই কেন তাঁকে ছাড়তে চাইছে? এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি ছিল ২ বছরের। সেখানে শর্ত ছিল, এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও ১ বছরের জন্য বাড়াতে পারবেন। তবে এই শর্ত এমবাপ্পেকে সক্রিয় করতে হবে এ বছরের জুলাইয়ের মধ্যে। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি নন।
এ কথা ক্লাবকে আগেভাগেই জানিয়ে একটা আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সে কারণে আগামী মৌসুমের পরই ফ্রি এজেন্ট বা মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন এই ফরাসি তারকা। তবে সংবাদমাধ্যম লেকিপ আরও জানিয়েছে, এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে রাজি নন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। সে কারণে এই মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়তে পারে পিএসজি।
বড় বড় তারকা নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে ব্যর্থ হওয়ায় পিএসজি নতুন কৌশলে হাঁটতে চাইছে। পিএসজির পরবর্তী প্রকল্পের কেন্দ্রে কোনো তারকা নয়, থাকবে ফ্রান্সের নতুন প্রতিভাবান ফুটবলাররা।এই মৌসুমে তাহলে এমবাপ্পেকে কাড়ি-কাড়ি টাকা দিয়ে কিনবে কোন ক্লাব? উত্তর সহজ—রিয়াল মাদ্রিদ। এর আগেও রিয়ালের ২২ কোটি ইউরোর (অর্থাৎ ২ হাজার ৫৭০ কোটি ৫৮ লাখ টাকা) প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাঁকে কেনা নিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পরও আগ্রহী রিয়াল মাদ্রিদ।
কয়েক দিন আগে এক প্রশ্নের জবাবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো জানিয়েছিলেন, কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল কিনতে চায়, তবে এই মৌসুমে নয়। তবে তখনও কিলিয়ান এমবাপ্পেকে পিএসজির ছেড়ে দেয়ার এই গুঞ্জন বা আলোচনা শোনা যায়নি। কিলিয়ান এমবাপ্পেকে যদি পিএসজি ছেড়েই দেয়ে, তাবে রিয়াল মাদ্রিদ কি এই মৌসুমেই ফরাসি তারকাকে কিনতে আগ্রহ দেখাবে? দেখালে দেখাতেও পারে। ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদ ছেড়েছেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। তার শূন্যস্থান পূরণের জন্য একজন ফরোয়ার্ড প্রয়োজন রিয়ালের। সেই ফরোয়ার্ড যদি হয় কিলিয়ান এমবাপ্পে, তাহলে তো কোনো কথাই নেই। তবে সে জন্য রিয়ালের অবশ্য কাড়ি-কাড়ি টাকা খরচ করতে হবে।
Social Plugin