পৃথিবীর সকল পুরুষ চায় তার প্রেমিকা অতি সুন্দরী হোক। এই সুন্দর হতে পারে ফর্সা,হতে পারে শ্যামলা অথবা কালো। সুন্দর যে শুধুই ফর্সার বেলা তা কিন্তু নয়। মেয়েদের পটানোর কিলার টিপসঃ
(১) নজরে পরতে হবেঃ আপনার উদ্দেশ্যে মেয়েটিকে পটানো। অতএব প্রথমেই তার নজরে পড়তে হবে। প্রতিদিন মেয়েটি যে পথ দিয়ে যাতায়াত করে সেই পথে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার নজরে পড়ুন। মুখোমুখি নজরে পরলে ভালো হয়। নজরে পড়ার সবথেকে সহজ পথ হলো,তার সাথে চোখাচোখি দেখা হলে মৃদু একটি হাসি দিন।
(২) নিজেকে ঠিক করুনঃ অল্প কিছু মেয়ে ছাড়া বেশির ভাগ মেয়েই উশকো খুশকো ছেলেদের পছন্দ করেনা। অতএব আজই দাড়ি চুল কেটে,পরিস্কার আয়রন করা পোশাক পড়া শুরু করে দিন। একটা জিনিস মনে রাখবেন,আপনাকে যদি তার দেখে পছন্দ না হয়,তাহলে কোন মেকানিজমেই কাজ হবে না।
(৩) ম্যাসেঞ্জার ঠিক করুনঃ প্রথমে ভায়া পদ্ধতিতে মেয়েটিকে আপনার মনের কথা জানাতে হবে। সেক্ষেত্রে ক্লাসমেট কোন মেয়ে/ছোট বোন/বান্ধুবি/বড় বোন এই টাইপের কাউকে দিয়ে মেয়েটিকে আপনার মনের কথা জানান।
(৪) নিজে জানানঃ এভাবে কিছুদিন যাওয়ার পর,আপনি নিজেই সরাসরি মেয়েটিকে আপনার মনের কথা জানানোর ব্যবস্থা করুন। প্রত্যাখ্যান করতে পারে কিন্তু হালকা হেসে কিছুদিন পর আবার ট্রাই করুন। এক্ষেত্রে সরাসরি ভালোবাসার কথা বলতে না পারলেও কোনওভাবে তাকে বলুন, “আমি তোমাকে একটি কথা বলতে চাই”। তাহলে আপনার অর্ধেক কাজ হয়ে যাবে।
(৫) কয়েকটা বান্ধবী নিয়ে ঘুরুনঃ যদি দেখেন মেয়েটা কিছুতেই পটছে না,তখন কিছু বান্ধবী জুটিয়ে ফেলুন। তাদের কাছে মনের কথা বলুন। তারপর যখনই মেয়েটা কোনও পথ দিয়ে যাবে তখনই মেয়েটাকে দেখিয়ে বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করুন। মেয়েরা এক্ষেত্রে, আপনার অন্য মেয়েদের সাথে হাসি ঠা্ট্টাকে নিশ্চিত জেলাসি হিসেবে নেবে।
(৬) আবার মনের কথা বলুনঃ তারপর দু একদিন পর মেয়েটিকে আবার আপনার মনের কথা বলার ব্যবস্থা করুন (একদম সরাসরি)। তারপরও যদি কাজ না হয়......
(৭) কন্টাক্ট বন্ধ করে দিনঃ টানা এভাবে যদি ৩০ দিন কাজ করেও যদি মেয়েটার মন না পান তবে ৪/৫ দিনের জন্য মেয়েটার সাথে দেখা হলে অন্যদিকে তাকিয়ে থাকুন। সবথেকে ভালো হয়, ওর থেকে সুন্দরী কোন ক্লাসমেটকে আপনার মনের কথা বলে আপনার সাময়িক প্রেমিকার অভিনয় করতে বলুন। তারপর যখন ওই মেয়েটি পথ দিয়ে যাবে তখন আপনার (ভাড়া করা😈!) বান্ধবীর সাথে একান্তে কথা বলার অভিনয় করুন। এতে আপনার পছন্দের মেয়েটি মনে মনে অনেক রাগ করবে,হিংসায় জ্বলবে। কিন্তু আপনার প্রতি ভালোবাসা তৈরী হবে।
(৮) যেগুলো করবেন নাঃ আপনার পছন্দের মেয়ে আশেপাশে থাকাকালে ধুমপান করবেন না ভুলেও,অন্য কোন মেয়েকে টিজ করবেন না,খারাপ বা বাজে ছেলেদের সাথে চলবেন না।আফটার অল তার সামনে কোন খারাপ কাজ করবেন না|
(৯) ফাইনাল্লিঃ একদিন একটি সাদা গোলাপ আর লাল গোলাপ একসাথে নিয়ে আবার মেয়েটিকে প্রপোজ করুন। যে কোন একটিকে বেছে নিতে বলুন। সে ৯৯.৯% ক্ষেত্রে সাদাটি বেছে নিতে পারে। সাদার মানে হচ্ছে বন্ধুত্ব। কিন্তু বাংলাদেশের ইতিহাসে ৯৯.৯% বন্ধুত্বই (মেয়েদের ক্ষেত্রে) শেষ পর্যন্ত ভালোবাসায় গড়ায়। সুতরাং মোটেই হতাশ হবেন না।
(১০) শেষের আগেঃ সুন্দরী মেয়েদের পটানোর আগে আপনার নিজেকে প্রশ্ন করে নিন,আপনার ইনটেনশন কি? খারাপ হলে বলবো, আপনার বোন থাকলে তার কথা চিন্তা করুন। আপনার বোনের সাথে যদি কোন ছেলে সেইম ইনটেনশন নিয়ে পটাতে চায় তাহলে আপনার কেমন লাগবে? সুতরাং ভালো ইনটেনশন নিয়ে যদি চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাকে আপনার সাথে অবশ্যই মিলিয়ে দিতে পারেন।
Social Plugin