➤ অপারেশন সুন্দরবন সিনেমা ২০২২
➤ ডিরেক্টর - দীপঙ্কর দীপন
➤ জনরা - এ্যাকশন, থ্রিলার
➤ IMDb rating- 6.9/10
শুরুতেই সুন্দরবনের ঐতিহ্য, অদ্বিতীয় ম্যানগ্রোভ হিসাবে সুনাম আর দস্যুতার লম্বা ইতিহাসটা খুব সুন্দরভাবে কমিক প্রেজেন্টেশন করায় আপনি হুক হয়ে যেতে বাধ্য। শুরুতে গজাল বাহিনীর নির্মমতা ও র্যাবের তাদের ধরতে ব্যর্থ হবার ব্যাপারটা দেখা যায়। এরপর - 'এখানে তারাই জেতে, যারা বনটাকে হাতের মুঠোর মত চেনে!' সেটার প্রতিরূপ দেখা যায়।

রোশান এখানে রিশান আর সিয়াম হলো সায়েম। দুজনেই কোর্সমেট হওয়ায় যখন তাদের যৌথ অপারেশনের জন্য টিম গঠন করা হয়, সিনেমা আরো জমতে শুরু করে। গজাল বাহিনী থেকে তারা মিশনে নামে মনা ডাকাতের দলটিকে ধরতে। তখনই একের পর এক বের হতে থাকে অজানা ও অপ্রিয় কিছু সত্য। আর গল্প এগোয় সেই সত্যকে প্রকাশের মিশন সাথে নিয়ে। সবমিলিয়ে সিনেমাটি দেখার মত অতএব দেরি না করে এখনি দেখে ফেলুন অপারেশন সুন্দরবন সিনেমাটি।
Social Plugin