"সুড়ঙ্গ" দেখতে লুকিয়ে হলে আফরান নিশো !

 এই ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফ্রান নিশর ফার্স্ট সিনেমা "সুড়ঙ্গ"। রায়হান রাফির পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় প্রথমবারের মত অভিষেক হলো আফরান নিশোর। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মীর্জা। ঈদের দিন সকাল থেকেই দেশের ২৮ প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছ "সুড়ঙ্গ"।


আফরান নিশো বলেন, সিনেমা নিয়ে দরশকদের প্রতিক্রিয়া দেখার জন্য লুকিয়ে হলে ঢুকি। দর্শকরা কেউ বুঝতেই পারেন্নি আমি হলে আছি। মুলত, শো শুরু হওয়ার কিছুক্ষণ পর লুকিয়ে হলে যাই আমি। কারণ আমি চাচ্ছিলাম না আমার উপস্থিতি বুঝতে পেরে দর্শকদের নজর মুভি বাদ দিয়ে আমার দিকে আসুক।

আফরান নিশো বলেন, আমি দীর্ঘ দিন কাজ করি, দর্শকদের ভালবাসা এমনিতেই পাই। যারা আমার ভক্ত তারা আমাকে যথেষ্ট সম্মান করে, তবে দর্শকদের প্রতিক্রিয়া আসবে। তিনি আরও বলেন, মুভি নিয়ে প্রত্যাশা অনেক ছিল, তবে দর্শক এতটা ইতিবাচকভাবে গ্রহণ করবে সেটা ভাবিনি।


দর্শকের অসংখ্য ধন্যবাদ জানাই। "সুড়ঙ্গ" যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও আলফা আই। চিত্রনাট্য করেছেন নাজুম উদ দৌলা ও রায়হান রাফী।