ওয়েব সিরিজঃ ইনফিনিটি - সিজন ১
➤ এপিসোডঃ ৭
➤ ডিরেক্টর - মেহেদি হাসিব
➤ জনরা - মিস্ট্রি, অ্যাকশন,থ্রিলার
➤ IMDb রেটিং - ৮.৪/১০
➤ অভিনয়েঃ শরিফুল রাজ, মুমতাহিনা টয়া,সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
➤ প্লাটফর্মঃ বিঞ্জ (Binge)
২০২০ সালের ঈদুল ফিতরে সাড়া জাগানো ওয়েব সিরিজ "আগস্ট ১৪" মুক্তি দিয়ে রাতারাতি আলোচনায় আসে নতুন ওটিটি প্লাটফর্ম Binge। এরপর তারা বেশ কিছু সিরিজ নিয়ে আসে যেগুলো বেশ মানসম্মত ছিল। ২০২০ সালে তারা ইনফিনিটি সিজন ১ ওয়েব সিরিজ রিলিজ দেয় সেটিও ছিল অসাধারণ ।
এই কোরবানির ঈদে এটির সিজন ২ রিলিজ হয়েছে যা আপনারা আমাদের সাইটে পেয়েছেন। আজকে আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি ইনফিনিটি সিজন ১ যার দেখেননি তাদের জন্য।
ওয়েব সিরিজটির প্লট তৈরি হয়েছে একজন সিক্রেট পুলিশ এজেন্টেকে নিয়ে, যে তার মামা বিখ্যাত সায়েন্টিস্ট ড. বারী'র এক বিষ্ময়কর আবিষ্কারের ব্যাপারে জানতে পারে। এর পরদিনই রহস্যজনকভাবে খুন হয়ে যান হন ড. বারী। এই খুনের রহস্য কিনারা করতে করতে আরো মারাত্মক কিছু ঘটনার সম্মুখীন হন তিনি ও তার দল।
এই সিরিজের প্রধান চরিত্রে ছিলেন শরিফুল রাজ। তিনি এই সিরিজে অসাধারণ ভাল অভিনয় করেছেন। ব্যাক্তিগতভাবে এই সিরিজে তার অভিনয় সেরা মনে হয়েছে আমার কাছে। তার ভয়েসটাও দারুণ!
এছাড়া অভিনেত্রী টয়া'র অভিনয় আমার বেশ ভাল লেগেছে। চরিত্রের সাথে একদম মিশে গিয়েছিলেন। সুমন আনোয়ার পরিচালক হিসেবে কতটা অসাধারণ আমরা সবাই জানি। কিন্তু তিনি যে অভিনয়টাও খারাপ করেননা সেটা আবারও প্রমাণ করেছেন।
এই সিরিজের পরিচালক মেহেদি হাসিব নতুন পরিচালক হিসেবে দারুণ করেছেন।
সিরিজে কিছুটা সায়েন্স ফিকশনের ছোঁয়া রয়েছে। পুরো সিরিজ জুড়ে থ্রিল ধরে রাখতে পেরেছেন নতুন এই নির্মাতা।বাংলাদেশের কন্টেন্ট হিসেবে সিরিজটা দুর্দান্ত। সিজন ১ ইনফিনিটি দেখে না থাকলে এখনি দেখে ফেলুন!!!
Social Plugin