"প্রিয়তমা" সিনেমা রিভিউ

"প্রিয়তমা"র গল্প আমাদের আশেপাশের চিরচেনা বাস্তবতার কাল্পনিক নির্মাণ প্রিয়তমা  

প্রিয়তমা একটি রোমান্টিক অ‍্যাকশন ছবি।
পরিচালক হিমেল আশরাফ। লিড চরিত্রে আছেন, শাকিব খান, ইধিকা পল শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকেই।

শাকিব খান ও ইধিকা পল এর মধ্যে প্রেম হয়। এই প্রেম থেকে কিভাবে দুজনের মধ্যে বিরহ বেদনা আসে নাকি সেটা একটা ট্র‍্যাজেডি হয়ে থেকে যায় সেটা জানতে হলে দেখতে হবে প্রিয়তমা।

এই সিনেমায় শাকিব খান ও ইধিকা পল এর কেমিস্ট্রি ছিলো দুর্দান্ত, তাদের মধ্যে যে ছোট ছোট রোমান্টিক মজার দৃশ্য ছিলো সেগুলো দেখতে অনেক ভালো লাগবে আপনার। ইধিকা পল এর উল্টা-পাল্টা ইংরেজি বলা দেখে আপনি দারুণ মজা পাবেন।

প্রিয়তমা

 শাকিব খানের অভিনয়-স্টাইল-অ‍্যাকশন ছিলো অসাধারণ। বিশেষ করে শেষের ৩০ মিনিট আপনাকে ভাবাবে, আপনি ভাবতে ভাবতে কখন কেঁদে দিবেন সেটা বুঝতেই পারবেন না, যখন ঐ ৮০ বছরের শাকিব খান কে দেখবেন তখন আপনার চোখ ভিজে যাবে। আর ঐ সময় যে অভিনয়টা শাকিব খান করেছে। সেটা তার ক‍্যারিয়ারের আরও একটা সেরা অভিনয়।

এ ছাড়া শহীদুজ্জামান সেলিম ও লুৎফুর রহমান জর্জ ও বেশ ভালো অভিনয় করছেন। 

ছবির সিনেমাটোগ্রাফি ও ডিরেকশন কালার টোন খুব ভালো হয়েছে। ছোট ছোট কিছু সমস্যা আছে যেটা হয়তো তাড়াহুড়া করতে গিয়ে পরিচালক এর চোখে পরেনি। 

সিনেমার গান গুলো ছিলো মারাত্মক। তোমাকে জানিয়ে দিলাম ও ঈশ্বর এই দুটি গান সবারই খুব পছন্দের। মোদ্দা কথা উপভোগ করার মত একটি সিনেমা চোখ বন্ধ করে দেখে নিতে পারেন। তাছাড়া সুড়ঙ্গ সিনেমাটিও দর্শক প্রিয় সেটিও দেখে নিতে পারেন।