গুটি ওয়েব সিরিজ সিজন ১ || Guti Web Series Season 01 || Chorki Original Series

➤ পরিচালক - শঙ্খ দাশগুপ্ত

➤ এপিসোড - ৭

➤ জনরা - থ্রিলার, ক্রাইম

➤ IMDb rating - ৭.৫/১০ 

➤ অভিনয়ে - নাসির উদ্দিন খান, আজমেরি হক বাঁধন, মৌসুমি হামিদ, শাহরিয়ার নাজিম জয়সহ আরও অনেকে

➤ প্লাটফর্ম - চরকি

প্রায়শই আমরা সংবাদ মাধ্যমে দেখি বা  পত্রিকায় পড়ে থাকি যে মলদ্বারে করে ইয়াবা পাচার। যারা এই কাজ করেন তারাও জানেন যে এটি একটি অপরাধ।

Review Bazar Movies

কিন্তু কারণবশত তারা কাজটি করতে বাধ্য হয়। বড় বড় ডিলাররা আড়ালে থেকে গেলেও মাঝে মাঝে ফেঁসে যান নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়ে অন্যায় কাজ করা মানুষগুলো। তেমনি গল্প নিয়ে তৈরি হয়েছে 'গুটি' ওয়েব সিরিজ।

সুলতানা নামের মহিলাটি ঢাকা-চিটাগং -এ গুটি পাচার করেন নিজের মলদ্বারে করে। তার নিজের শারীরিক ক্ষতি হওয়া সত্ত্বেও তিনি কাজটি করে যাচ্ছেন যাতে তার পরিবার ভালো থাকে। এদিকে তার স্বামীও জানেন তার স্ত্রী অনৈতিক কাজটির সাথে সংযুক্ত। এরপরও তিনি তাকে বাধা দেন না। সুলতানার স্বামী সেলিমও যুক্ত অনৈতিক একটি কাজে। এভাবেই কী চলতে থাকবে সুলতানার দিন? নাকি সে ফিরে আশার চেষ্টা করবে ভালোর পথে? তার উত্তর পাওয়া যাবে পুরো সিরিজটি দেখার পর।

কনসেপ্ট দুর্দান্ত ছিলো যেটি বলার অপেক্ষা রাখে না। বর্তমানে প্রায়ই এমন ঘটনা দেখা যায়। এসব কাজে এসে অনেকে হারিয়ে ফেলেন নিজের মূল্যবান জীবন। যারা পাচার কাজের সাথে জড়িত থাকেন বেশিরভাগই আসেন দরিদ্র পরিবার থেকে। যারা টাকার জন্যই কাজটি করে থাকেন। সেটি এখানে ফুটে উঠেছে ভালোভাবে।

অভিনয়ের কথা যদি বলি তাহলে আজমেরী হক বাঁধন দুর্দান্ত। তার অভিনয় যেমন ছিলো তার সাথে চেহারার ভঙ্গিমা এবং কস্টিউম জাস্ট অসাধারণ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। জয়ের উচিত অভিনয়ে নিয়মিত হওয়া। অসাধারণ করেছেন সেলিমের চরিত্রে। এছাড়াও বাকি যারা ছিলেন মৌসুমি হামিদ, এরফান মৃধা শিবলু, শরিফ সিরাজ যে যার যায়গায় ভালো করেছেন।