➤ পরিচালক - অমিতাভ রেজা চৌধুরী
➤ জনরা - ড্রামা, মিস্ট্রি, ক্রাইম,ডিটেকটিভ
➤ IMDb rating - ৭.০/১০
➤ অভিনয় : চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, পূর্ণিমা, আশোক বেপারিসহ আরও অনেকে
চঞ্চল চৌধুরী ইজ ব্যাক উইথ মুন্সিগিরি 💥 রহ্যসের ঘেরা সত্যের খোঁজে!শিবব্রত বর্মনের 'মৃতেরাও কথা বলে' উপন্যাস অবলম্বনে এই ওয়েব ফিল্ম নির্মাণ করা হয়েছে। পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর মুন্সিয়ানায় ভালো কিছু পেয়েছি। আমি যদি ভুল না করি এইটা বাংলাদেশের ডিটেকটিভ সিনেমা গুলোর মধ্যে সেরা হয়ে থাকবে।
কেস সলভ করা এত সহজ না। রাত-দিন এক করে দেওয়ার পরও তা সম্ভব হয়ে উঠে না। একেকটা ক্লু নিয়ে ছুটে চলতে হয়ে মোটিভের দিকে। কিন্তু এতেও যে সঠিক তথ্য বের হবে তার নিশ্চয়তা কই! একটা বইও হয়ে যেতে পারে কেসের সাসপেক্ট।
'বাবা, ঘুষ খেতে কেমন?
- ঘুষ! কে বলছে তোকে এই কথা?
শার্শা।
- কি বলছে?
বলছে, সব পুলিশরা ঘুষ খায়।
- সব পুলিশরা ঘুষ খায়!
না বাবা, ঘুষ খেতে খুব তিতা!'
কথাগুলো গাড়িতে বসা ডিবি অফিসার মাসুদ মুন্সি ও তার বাচ্চা ছেলের।
অসাধারণ এই ওয়েব ফিল্মটি দেখে ফেলুন এখনি। যদিও অনেক পুরাতন তবে যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন কথা দিচ্ছি বিরক্ত হবেন না।
Social Plugin