Jinn 3 (2025) Bangla Movie || জ্বীন ৩ (২০২৫) বাংলা মুভি || iScreen Original Movie

ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 3.5/10
Directors ➤ Kamruzzaman Roman
Stars ➤ Shajal, Nusraat Faria, Tania Ahmed, Nader Chowdhury Etc.
Genres ➤ Horror
Language ➤ Bangla
Country ➤ Bangladesh
Platform ➤ iScreen
সুমন, গ্রামেরই ছেলে। সবাই জানত সে মরে গেছে। কেউ কেউ তো জানাজাও পড়ে ফেলেছিল। কিন্তু কয়েক মাস পর হঠাৎ করেই সে আবার ফিরে আসে—একদম সুস্থ! হাটা-চলা করে, কথা বলে, যেন কিছুই হয়নি! সবাই তো অবাক! এমনকি ভয়ও পেয়ে যায় অনেকে।

ফারিয়া ও একি গ্রামের মেয়ে। এখন শহরের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওর বাবা ওই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের বিভাগের চেয়ারম্যান। ফারিয়া ছেলেটাকে ছোটবেলা থেকেই চিনে। সেও বিশ্বাস করতে পারছিল না—মরা মানুষ আবার ফিরে আসে কেমন করে?

ওর মনটা খচখচ করতে লাগল। শেষমেশ ওর বাবার কাছে গিয়ে বলল, “বাবা, তুমি না সবকিছুর ব্যাখ্যা দাও, তো চলো না একবার দেখে আসো এই সুমনের ব্যাপারটা।”

বিজয় স্যার খুব বাস্তববাদী মানুষ। এসব অলৌকিক ব্যাপারে বিশ্বাস নেই তাঁর। তিনি তো প্রথমে পাত্তাই দেননি। পরে মেয়ের অনুরোধে রাজি হলেন।

তিনি গ্রামে এসে ব্যাপারটা খোঁজ নেওয়া শুরু করলেন। কিন্তু এসেই একের পর এক আজব ব্যাপারে জড়িয়ে পড়লেন। কখনো রাতের বেলা অদ্ভুত শব্দ, কখনো মানুষের অস্বাভাবিক আচরণ—সব কিছু মিলিয়ে যেন কিছুই ঠিকঠাক মনে হচ্ছে না।

একসময় তাঁর নিজের মধ্যেও সন্দেহ ঢুকে গেল। “আমি যেটা দেখছি, ওটা কি সত্যিই ঘটছে? নাকি আমি কল্পনায় ডুবে আছি?”

সব মিলিয়ে বিজয় স্যার নিজেই যেন এক রহস্যের জালে আটকে গেলেন। এখন প্রশ্ন হলো—সুমন কি সত্যিই অলৌকিকভাবে ফিরে এসেছে? নাকি এর পেছনে আছে এমন কিছু, যেটার ব্যাখ্যা এখনো কেউ বুঝে উঠতে পারেনি? জানতে হলে দেখে ফেলুন "জ্বীন ৩" মুভিটি।