ডাউনলোড লিংক নিচে 👇
IMDb rating ➤ 6.9/10
Directors ➤ Joydip Mukherjee
Stars ➤ Anirban Chakrabarti, Saswata Chatterjee, Ishaa Saha, Somak Ghosh Etc.
Genres ➤ Mystery, Thriller
Language ➤ Bangla
Country ➤ India
তিন বন্ধু একেনবাবু, বাপি আর প্রমথ হঠাৎ ঠিক করল বেনারসে ঘুরতে যাবে। ওদের বন্ধু সুবিমল ওদের ডেকেছে, বেনারসের “মাসান হোলি” নামের এক বিশেষ উৎসব দেখতে।
এই মাসান হোলি একটু অন্যরকম, পুরোনো ঘাট, আরতি, রঙ, লোকগান—সব মিলিয়ে একটা ভিন্ন মেজাজ। প্রথমদিকে সব কিছুই মজার লাগছিল, ঘোরাঘুরি, খাবার-দাবার, ছবি তোলা—এইসব নিয়েই ব্যস্ত সবাই।
কিন্তু… সমস্যা শুরু হলো খুব অদ্ভুত কিছু ঘটতে থাকায়।
একেকটা অ্যান্টিক জিনিস হারিয়ে যাচ্ছে। এরপর একেবারে ধাক্কা খেল সবাই, সুবিমলের কাকা হঠাৎ মারা গেলেন। সবাই ভেবেছিল দুর্ঘটনা, কিন্তু একেনবাবুর মাথায় সন্দেহ ঢুকে গেল—“এটা কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে বড় কিছু আছে?”
তদন্ত শুরু করল একেনবাবু। সঙ্গে বাপি আর প্রমথ তো আছেই। একটু একটু করে জানা গেল, এ কেবল খুন নয়, বড় একটা বিস্ফোরণের প্ল্যান চলছে। কেউ বা কারা মাসান হোলির ভিড়ের মধ্যে বোমা ফাটিয়ে বিশাল ক্ষতি করার ছক করছে!
তখন জানা গেল খলনায়ক একজন আছে—নাম বেলাল মল্লিক, সে বারবার ছদ্মবেশ বদলায়। কোনোদিন সাধু সেজে, কোনোদিন দর্জি সেজে, আবার কখনও পেত্নি-নাটকের শিল্পী সেজে ঘুরে বেড়ায়। একেনবাবু একটু একটু করে তার ছায়া খুঁজে পেল।
পুলিশও একেনবাবুর পাশে এসে দাঁড়াল। তদন্ত চলতে থাকল ঘাটে, গলিতে, পুরনো দোকানে, বাড়ির ছাদে। clues জোগাড় করে, গোপন সংকেত পড়তে পড়তে একেন বুঝে গেল বোমা কোথায় রাখা আছে।
শেষমেশ মাসান হোলির দিনে, ঠিক যখন হাজার হাজার মানুষ ঘাটে জমেছে, তখন একেনবাবু একটা নাটকীয় কায়দায় পুরো প্ল্যান ফাঁস করে দিল। বেলাল ধরা পড়ল, বোমা নিষ্ক্রিয় করা গেল। শহর বাঁচল।
সবাই হাঁফ ছেড়ে বাঁচল। উৎসব ঠিকঠাক হলো, আর একেনবাবু, বাপি আর প্রমথ আবার হেসে খেলে বাড়ি ফিরল।
Social Plugin